Spiritual goal

এখন ইন্টার নেট এর যুগ। চব্বিশ ঘন্টা আমরা ব্যস্ত।ভগবান কে ডাকার কথা আমরা হয়তো ভুলে যাই । ভগবান এর কথাও শোনা হয়না । কিন্তু এই কাজ টি আমাদের সবার আগে করা উচিত। আমরা প্রত্যেক দিন প্রত্যেক দিনের কাজ করছি কিন্তু ভগবানের কথা চিন্তা করার তাঁকে ডাকার জন্য কোনো সময় পাই না ।তাই তাঁর কথা, তাঁর বাণী যা আমাদের জীবনে চলার মূল মন্ত্র,আমাদের জীবন কে আমরা কী ভাবে চালনা করবো সেটি যে গ্রন্থে আছে সেই মহান "শ্রীমদ্গবদগীতা" যথাযথ এর প্রতিটি অধ্যায় প্রতিটি শ্লোক বলে শোনাবো ,বাংলাতে।

আপনারা আমায় আশীর্বাদ করুন আমি যে মহান কাজে ব্রতী হয়েছি সেটি যেন আমি সঠিক ভাবে সম্পূর্ণ করতে পারি।

যদি শুনে একটুও ভালো লাগে উপকার হয় তাহলে চ্যানেল টি subscribe করবেন আপনার প্রিয়জন কে পাঠিয়ে দেবেন যাতে তিনিও শুনতে পারেন।
যদি শুনে একটুও ভালো লাগে উপকার হয় তাহলে চ্যানেল টি subscribe করবেন আপনার প্রিয়জন কে পাঠিয়ে দেবেন যাতে তিনিও শুনতে পারেন।