সংগ্রামী ভাইজান

No copyright
সালামুন আলাইকুম ভিন ধর্মের মানুষদের সুস্বাগতম নতুনদের পাশে আছি আজীবন যারা আমাকে সাপোর্ট করবে তাদেরকেও আমি সাপোর্ট করবো। যারা আমাকে স্কিপ করবে তাদেরকে স্কিপ করবো এক কথায় যেমন কর্ম তেমন ফল। আমাকে যারা ভালবাসবে আমিও তাদের ভালোবাসবো। এই জন্য পাশে থাকুন পাশে পাবেন। সবার সবাইকে জরুরী এজন্য সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ছোট ইউজার হয়েছি তো কি হয়েছে আমরা একদিন বড় হব ইনশাআল্লাহ। হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ সবার টাকার প্রয়োজন এজন্য ধর্ম না দেখে কর্ম দেখ সে যেকোনো ধর্ম থেকে আসতে পারে মানুষকে মানুষ মনে কর সাদাকালোর ভেদাভেদ ধনী গরিবের ভেদাভে সব ভুলে মানুষ হওয়ার চেষ্টা করুন আমার এই কথাগুলো একমাত্র গরিবদের জন্য প্রযোজ্য হবে কেননা তারাই আমার এই কথাগুলো হয়তো পড়বে আর যারা ছোট ইউজার তাদেরই হয়তো কাজে লাগবে। এমন একটা ঐক্য গরবো যে সমাজ টাকে এগিয়ে নেওয়ার চেষ্টাই আমাদের মেন উদ্দেশ্য সর্বধর্ম সমন্বয় মোটিভেটর সংগ্রামী ভাইজান আপনাদের পাশে আছে ততদিন হায়াত আছে যতদিন ইনশাআল্লাহ।