শ্রীল প্রভুপাদ বঙ্গভূমিতে আসতে না পারার কারণে বাংলার মানুষের প্রতি অন্তহীন ভালবাসার নিদর্শন স্বরূপ তাঁর সুযোগ্য উত্তরসূরী ও একনিষ্ঠ প্রিয় শিষ্য শ্রীল জয়পতাকা স্বামীকে বঙ্গভূমিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত ও গেীর পার্ষদদের আবির্ভাব স্থান উদ্ধারের দায়িত্ব প্রদান করেন এবং বাংলাদেশের প্রচার কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য দায়িত্ব অর্পণ করেন। শ্রীল গুরুমহারাজ তাঁর গুরু প্রদত্ত আদেশ মাথায় ধারণ করে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে আসেন । ১৯৭৮ সালে নন্দনকানন এন. এন. পাল ভবনে শ্রীশ্রী রাধা-মাধবের সেবা পূজার দায়িত্ব গ্রহণের মাধ্যমে বাংলাদেশে ইস্কনের প্রথম কার্যালয় স্থাপনের মাধ্যমে পরবর্তীতে ১৯৮২ সালে পুণ্ডরীক ধামে প্রথম মন্দির প্রতিষ্ঠা করেন। ১৯৯৮ সালে রথযাত্রা মহোৎসব শুরু হয় । হরে কৃষ্ণ নামহট্ট প্রচারের সাথে ২০০৪ সাল হতে জাগ্রত ছাত্র সমাজ, গীতা কোর্স, ইসকন ইয়ুথ ফোরাম , ভক্তিবৃক্ষ প্রচার কার্যক্ষম শুরু হয় ।