হাদিসের কথা

আপনার বিয়ে হতে পারে পৃথিবীর নিকৃষ্ট কোন ব্যক্তিটির সাথে,
যেমন আসিয়ার হয়েছিল ফির'আউনের সাথে-কিন্তু এর ফলে আল্লাহর প্রতি তার বিশ্বস্ততা কিংবা ভালবাসা কোনটাই কমেনি।
আপনার বিয়ে হতে পারে পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তিটির মধ্য থেকে কারো সাথে,
যেমন হয়েছিল লুত (আঃ) কিংবা নূহ (আঃ) এর স্ত্রীদের - কিন্তু সেটা তাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারেনি।
আপনার কারো সাথে বিয়ে না ও হতে পারে,
যেমন হয়েছিল মরিয়ম (আঃ) এর ক্ষেত্রে কিন্তু আল্লাহ্ রাব্বুল আলামীন পৃথিবীর শ্রেষ্ঠা নারীদের মধ্যে তাঁকে শামিল করে সম্মানিত করেছেন।
যখন আল্লাহ কাউকে ভালবাসেন, তাকে অনেক অর্থ সম্পদ দিয়ে দেন না। তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতার মধ্যেও কোন প্রবৃদ্ধি ঘটে না। বরং তিনি যদি কাউকে ভালবাসেন তাকে নেক আমলের তাউফিক দেন।
মহান রবের কোন ফায়সালাতেই আমরা যেন অসন্তষ্ট না হই । সর্বাবস্থায়ই আমরা মুখে যেন উচ্চারিত হয়,আলহামদুলিল্লাহ্‌ আলা কুল্লি হাল।
নিশ্চয়ই আল্লাহরই জন্য সমস্ত প্রশংসা, সর্বাবস্থায় সর্বক্ষেত্রে।
আব্দুল্লাহ থেকে নেয়া ।