আসসালামু আলাইকুম।
সবাইকে স্বাগত আমার ছোট্ট কুকিং চ্যানেলে।আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আমার এই শখের কুকিং চ্যানেলের সূচনা হয় ২৫ শে এপ্রিল, ২০২৩। ঐ দিন আমি ৩ঃ২০ সেকেন্ডের (সেমাই) রান্নার ভিডিও আপলোড করি।
রান্না আমার শখ।আর সেই শখের বশে ছোটবেলা থেকেই নানান কিছু শেখা। দেশ,বিদেশের নানান খাবারের স্বাদ নেয়া ও সহজে তৈরি করা থেকেই রান্না আমার নেশায় পরিণত হয়েছে। আর এই শখের বশে ঘরোয়া উপাদানে ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে সহজে মজাদার খাবার তৈরির ক্ষুদ্র প্রচেষ্টা করা হয়েছে আমার এই ছোট্ট কুকিং চ্যানেলে।
আশা করি আপনাদের দোয়া আর আল্লাহর রহমত থাকলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমি সফল হবো। ইনশাআল্লাহ।