৫ মিনিট বাংলা

'বাংলায় বিশ্ব জ্ঞান ভান্ডার এবং চলমান বিশ্বের সকল নতুন আবিষ্কার ও কারেন্ট এফেয়ার্স এর ওপর বিস্তারিত ও বোধগম্য সহজ ভাষায় আমাদের কনটেন্ট কে উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য'

বর্তমানে ইউটিউবে এ কোনো নিদৃষ্ট বিষয়ে সার্চ দিলে সেই ব্যাপারে বাংলায় সাধারণদের জন্য বোধগম্য ভাবে উপস্থাপন খুব কমই করা হয় । আর যাদের উক্ত বিষয়ে ধারণা কম থাকে তারা তো অনেক সময় কনটেন্ট এর থাম্বনেইল বা টাইটেল পড়তে না পেরেই সে বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেন । তবে আমাদের মূল লক্ষ্যই হলো আমাদের কনটেন্ট ও তার সাথে জড়িত সকল বিষয়কে এমন ভাবে উপস্থাপন করা, যেন যে কেউই যেকোনো বিষয়ে কেবল ৫ মিনিট এর মধ্যে 'সারসংক্ষেপ' ভাবে বিস্তারিত ধারণা নিতে পারে ।