আমি ভ্রমণ প্রিয় মানুষ, ভ্রমণ করতে ভিষণ ভালবাসি। সুখ কিনতে পাওয়া যায়না, তবে ভ্রমনের মাধ্যমে তা কিনতে পারবেন।ভ্রমণ করে প্রকৃতিকে যে আপন করে নেয়ার স্বাধ তা কখনো বলার অপেক্ষা রাখে না, সময় থাকতে ভ্রমন করুন, দেশ থেকে দেশান্তর ঘুরে বেড়ান, হয়তো একটি সময়ে আপনার টাকা থাকবে তখন শরিরের শক্তি থাকবে না, তখন টাকা দিয়ে কোন কাজ হবে না। আপনি তরুন ও সক্ষম হন তবেই অর্থের কথা চিন্তা না করে ভ্রমন করুন, শেষ বয়সে টাকা কাজে আসবে না তখন স্মৃতি বুকে নিয়ে প্রশান্তির দৃঘ্য শ্বাস নিতে পারবেন।