অর্থনীতিতে "বিনিয়োগ" নতুন মূলধন দ্রব্যের উৎপাদনে অর্থ লগ্নি করাকে বোঝায় | অর্থাৎ সমাজে নতুন মূলধন দ্রব্য সৃষ্টিই হলো বিনিয়োগ | লগ্নি করা অর্থের দ্বারা দেশে নতুন কলকারখানা, পরিকাঠামো ইত্যাদির উদ্ভব হলে এবং সর্বোপরি দেশ ও জনগণের আয় এবং কর্মসংস্থান বাড়লে তবেই তাকে বিনিয়োগ বলা উপযুক্ত হবে | তবে সাধারণ কথায় আমরা সবাই জমিজমা, ব্যবসা-বাণিজ্য, সোনা-রুপার অলংকার যে কোনো কিছুতেই অর্থ ব্যয় করাকে বিনিয়োগ বলে ধরে নিই |
স্কুল, কলেজে অনেক কিছুই শেখানো হয় | যেটি সেখান শেখানো হয় না সেটি হলো "বিনিয়োগ কি ?" এবং "সেটি কি ভাবে সঠিক উপায়ে করা উচিৎ" |
"বিধিমতো বিনিয়োগ" একটি পরিপূর্ণ ফিনান্সিয়াল গাইড | ইনভেস্টমেন্ট, ব্যবসা, ইন্সুরেন্স, ব্যাঙ্কিং, ট্যাক্স প্ল্যানিং, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, ভবিষ্যৎ ফিনান্সিয়াল প্ল্যানিং সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে সহজ সরল ভাবে বোঝানো হয়েছে |
"বিধিমতো বিনিয়োগ" এর উদ্দেশ্য হলো ফিনান্সিয়াল লিটারেসি কে মানুষের কাছে সাধারণ ভাষায় পৌঁছে দেওয়া |
এখানে এমন তথ্য বা শিক্ষা আপনি পাবেন যেটি আগে কেউ আপনার কাছে পৌঁছে দেয় নি |
আসুন শিখি এবং ভবিষ্যৎ কে সুরক্ষিত করি |