আমার চ্যানেলে আসার জন্য প্রথমে সালাম নিবেন। আসসালামু ওয়ালাইকুম। আমরা সবাই জানি, এই দুনিয়া ক্ষণিকের সময়। দুনিয়ার জীবন এর বিদায় যখন তখন হতে পারে। তাই আসুন না আমরা অল্প সময়ে আমাদের পরবর্তী বৃহত্তম জীবনকে গুছিয়ে নি।জীবনকে গুছিয়ে নেয়ার জন্য আমাদের মালিক একটা কিতাব আমাদেরকে দিয়েছে। আমরা অনেকে এই জ্ঞানের ঙ্গস্পর্শ পাইনি। নিজের ইচ্ছায় একটু শেখার চেষ্টা করি। কুরআনের মতো সহজ কিছু নাই।তাই প্রত্যেকে আমরা শিখব এবং অপরকে শিখাবো। এই শিক্ষায় আমাদের নাম দুইজনমে লাভ রয়েছে।
আসুন না সবাই এইটা করি।
নিজে শিখে অপরকে শেখার জন্য নসিহা করি।
আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো এই কুরআন শিক্ষা এর মাধ্যমে দ্বীনের আলো একটু ছড়াবার। সবার কাছে দোয়া চাই।
পাশাপাশি সবার সার্পোট চাই।
আর যারা নতুন আমার চ্যানেল এ আসবেন।কষ্ট করে সাবক্রাইব করবেন।তাহলে লাভবান হতে পারবো দুজনে।
আর আমাকে আপনি দ্বীন প্রচারে সাহায্য করায় আমি কৃতঞ্জ থাকব।
আমার ফেসবুক আইডির লিংকঃ
http://www.facebook.com/sadikul.islam.92123
আমার টিকটক আইডির লিংকঃ
http://tiktok.com/ZSdwgtFNW/
আমার ইউটিউব এর লিংকঃ
https://youtube.com/channel/UCt37ip2Xx3n8ZguRk_1LE5w