Hasan Ahmad

আমি হাসান আহমদ। সিলেট ভিত্তিক এমআরএফ এগ্রো ইন্ডাস্ট্রিজ এর হেড অফ অপারেশন। কোভিড মহামারি শুরু হলে আমি মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি ছেড়ে দিতে বাধ্য হই। এবং ২০২০ সালের জুন মাসে কৃষিতে যুক্ত হই।

কৃষিতে সম্পূর্ণ নতুন হলেও প্রচুর কৃষি বিষয়ক পঠনপাঠন এবং ওয়ার্ল্ড ভেজিটেবল অর্গানাইজেশন এর আওতাধীন AVRDC (Asian vegetable research and development centre) থেকে নেওয়া Healthy seedling production and management এর ওপর একটি অনলাইন প্রশিক্ষণই আমার সম্বল ছিল।

২০২০ সালের জুন মাসে আমি সুনামগঞ্জ জেলায় প্রথম আধুনিক পলি হাউজে সবজি চারা উৎপাদন এর প্রতিষ্ঠান গ্রীনহিল সিডলিং ফার্ম এর যাত্রা শুরু করি। পরে ২০২৩ সালের জানুয়ারি মাসে সিলেটে গ্রীনহিল সিডলিং ফার্ম স্থানান্তর করি এবং নতুন ভাবে বৃহত্তর পরিসরে এমআরএফ এগ্রো ইন্ডাস্ট্রিজ নামে যাত্রা শুরু হয়। বর্তমানে আমরা সিলেট বিভাগের বৃহত্তম সবজি চারা উৎপাদনকারী।

চারা সহ কৃষি বিষয়ক যে কোন তথ্যের জন্য কল করুনঃ 01714-053113