স্টেপ ১ : শিক্ষণ
শিক্ষার কোনো বয়স নেই | যে কোনো বয়সেই , যে কোনো স্থান থেকে শিক্ষা লাভ করা যায় | শিক্ষা হলো আনন্দের খোরাক ,প্রশান্তির বাতিঘর | আর ,আমাদের এ যাত্রায় সঙ্গী হতে পারেন আপনিও |“বালা লার্নিং স্কুল পরিবার “ মনে করে ,শিখতে হলে আমাদের ভিতরের সদিচ্ছটাই থাকা চাই| আমরা শিখবো আমাদের জন্য ;অজানাকে জানার ,অদেখাকে দেখার জন্য |
স্টেপ ২ : বিনোদন
এমন ভাবনা যে কারও জীবনে আসে নাই একবার,এমন মানুষ জুড়ি মেলা ভার - "লোকে কি বলবে ??লোকের ভয়ে থেমে থাকলে আপনার জীবনই থমকে যাবে।তাই বলছি মশাই,নিজের মনের খোরাকের জন্য কিছু করুন।
স্টেপ ৩: ভ্রমণ
ইংরেজদের প্রায়ই বলতে শোনা যায় -"শান্ত সমুদ্রে দক্ষ নাবিক হওয়া যায় না" প্রবাদটি আমাদের জীবনকে ছাপিয়ে যায়। হ্যা -জীবন মানেই এডভেঞ্চার ,চিল। জীবন মানেই জীবনকে খোঁজা, নিজের মতো করে খোঁজা। জীবন চলুক না জীবনের গতিতে ---বক্র কিংবা ঋজু পথে -----
স্টেপ ৪: সেবা
বাংলায় একটা মিথ প্রচলিত আছে -"মানুষ এক যাযাবর,জীবনের উল্টো পথে বাইলো তরী জীবন ভর"।আসুন আমরা সবাই মিলে এই সমীকরণের ভুল প্রমাণ করি -"মানুষ মানুষের জন্য" মানুষের সুখে,মানুষের দুঃখে,মানুষের সেবায় |