Witness Of Truth

নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের স্বাগত।আমরা এখানে আলোচনা করি বিশ্বের বিভিন্ন প্রান্তের সেই সমস্ত প্রাকৃতিক কারিগর দের নিয়ে যাদের হাতের জাদুতে সৃষ্টি হয়েছে ইতিহাস,ঘুরে ঘুরে খুঁজে বের করি সেই সমস্ত মিস্ত্রীদের যাদের শিল্প বয়ে নিয়ে বেড়াচ্ছে কোনো রহস্য কিংবা রোমাঞ্চকর অভিযান। প্রত্নতত্ত্ব,ইতিহাস, রহস্য,কোনো ব্যক্তিত্ব কিনবা কোনো বিস্ময়কর ঘটনাশৈলীর অপূর্ব মিশ্রণ নিয়ে হাজির হই আপনাদের কাছে। সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে পারি জমান আমাদের সাথে রহস্য, রোমাঞ্চ, আবেগ,শিল্প বা কোনো প্রাচীন স্থাপত্যের জ্ঞানগর্ভ যাত্রায়।