Mojadar Science

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে Mojadar Science ইউটিউব চ্যানেলে স্বাগত জানায়। এটি একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে WBBSE, WBBHSE,ICSE,CBSE বোর্ডের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিজ্ঞান বিভাগের সমস্ত বিষয় এবং WBP, KP এর অংক ও রিজিনিং GNM/ANM, GENPAS(UG) র সমস্ত বিষয় খুব সহজভাবে মজার সঙ্গে বিনামূল্যে শিক্ষাদান করা হয়।

আমাদের মূল উদ্দেশ্য হলো যে সকল ছাত্র-ছাত্রী বিজ্ঞান বিভাগকে ভয় করে বিজ্ঞান বিভাগের প্রতি অত্যন্ত দুর্বল এবং যারা বিজ্ঞান বিভাগকে নীরস ভাবে তাদের সামনে বিজ্ঞান বিভাগের প্রতিটি বিষয়কে খুব মজার করে তোলা করা, যাতে সকল ছাত্র-ছাত্রী এই বিভাগের প্রতি ভয় দুর্বলতা কাটিয়ে যেন আনন্দের সহিত বুঝতে পারে।

About Me:

Name: Alamgir Sk
Occupation: Teacher