বাংলার লোকগান আমাদের দেশীয় সংস্কৃতির ঐতিহ্য হিসেবে আবাহমান কাল ধরে মানুষের মনে স্থান করে নিয়েছে। লোকগান এ দেশের মাটি ও মানুেষর প্রাণের গান। এ লোকগানকে উদাস বাউলেরা তাদের গায়কীর মধ্য দিয়ে উচ্চাসনে প্রতিষ্ঠা করেছে।তাই বাউল দর্শনও বাউল ঐতিহ্য আমাদের সংস্কৃতির প্রাণ। আমি একজন লোক সংগীত শিল্পী হিসেবে আমার ইউটিউব চ্যানেল 'Kayum Music' এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আসুন আমরা লোক গান শুনি,বাংলা গানের অফুরন্ত ভান্ডারকে আরো সমৃদ্ধ করি।