"Islamic Hadis" — এই চ্যানেলে আমরা কুরআন ও সহীহ হাদীসের আলোকে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হিদায়াত অনুসরণের পথ তুলে ধরি।
আমাদের লক্ষ্য হলো মানুষকে সহীহ আকীদা, দোয়া, আমল ও ইসলামী শিক্ষা পৌঁছে দেওয়া, যেন তারা ইহকাল ও পরকালের সাফল্যের পথে চলতে পারে।
প্রত্যেকটি ভিডিওতে আমরা চেষ্টা করি ইসলামের সৌন্দর্য ও সরলতা ফুটিয়ে তুলতে — ইনশাআল্লাহ।
সাবস্ক্রাইব করুন, শিখুন, এবং ইসলামের আলো ছড়িয়ে দিন।
Islamic Hadis — হৃদয় ছুঁয়ে যাওয়া দাওয়াত।