Apur Panchali (অপুর পাঁচালী)

আমি অপু দাস। আমার জন্ম কাঁচরাপাড়া জেলা উত্তর ২৪ পরগনায়। আমি একসময় একজন ফুলটাইম থিয়েটার কর্মী ছিলাম, আমি নিজেকে শিল্পী হিসেবে পরিচয় দিতে ভালোবাসি না আর আমি শিল্পী নই।আমি আমার ক্যানভাসে কল্পনাকে আঁকতে পারি। আমার কল্পনা কিংবা চিত্রকল্পের পূর্ণ প্রকাশ ঘটাতে পারি। আমি এটাই বিশ্বাস করি আমার কল্পনায় যেগুলো দেখি সেগুলো প্রকাশিত করি।আমি নিজে ছবি আঁকি , ছবি তুলি কোনদিন ছবি আঁকা বা ছবি তোলা শেখা হয় নি, এই সব কিছুই হল আমার কল্পনার ভাষা। প্রতিটা মানুষ নিজ নিজ মাধ্যমে তার প্রকাশ ঘটায়।প্রতিটি মানুষ তার নিজস্বতা তৈরি করেন আমিও তাই করেছি।