নমস্কার বন্ধুগন , আমাদের এই চ্যানেল টি বিশেষত সনাতন ধর্মের সত্যতা তুলে ধরে মিথ্যার অবগুণ্ঠন হটানোর জন্য তৈরি করা হয়েছে । বর্তমান দিনে বহু কীর্তনীয়া , বিশেষত যারা হরিনাম ও ভাগবত পাঠ করেন তারা ধর্মের নামে বহু কুকথা প্রচার করে থাকেন , যে ঘটনাগুলো শাস্ত্রে উল্লেখ নেই । তাদের এই কুকথা প্রচারের ফলে ধর্মগ্রন্থ ও শাস্ত্রের বদনাম হয় । এই অপপ্রচার ও বদনাম দূর করাই আমাদের উদ্দেশ্য । জয় শ্রী কৃষ্ণ ।