বন্ধুরা, আমি পেশায় একজন শিক্ষিকা।আমার বয়স ৫০ বছর।জীবনে এতগুলো বছরে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তার থেকে একটা কথাই বুঝেছি অনেক কম বয়স থেকে যদি আমরা আধ্যাত্মিকতার পাঠ নি আমাদের অন্তর জগৎ রূপ,রস,বর্ণ ও গন্ধে ভরে উঠবে।
বন্ধুরা,জীবনে যাই হাসিল করো না কেনো, পরমাত্মার সঙ্গে অন্তরাত্মার যোগাযোগ যতক্ষণ না স্থাপিত হচ্ছে এই পৃথিবীতে তুমি সব কিছু পাওয়ার পরেও শান্তি পাবে না।
চলো সবাই মিলে শান্তির খোঁজ করি।
Bengali Motivational video