Jago Agro Farm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম লক্ষ্য বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা এবং উদ্যোক্তা তৈরী করা। সেই লক্ষ্য বাস্তবায়নে নিজেদের কর্মসংসস্থানের পাশাপাশি ''জাগো এগ্রো ফার্ম'' সমগ্রহ বাংলাদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানঃ জাগো এগ্রো ফার্ম
ট্রেড লাইসেন্স নং - ০৩
৪ নং বড় পাংগাসী ইউনিয়ন পরিষদ
উল্লাপাড়া_সিরাজগঞ্জ
মোবা: ০১৭০৫-১৭১২৬৬

প্রতিষ্ঠানের নীতিমালাঃ
১. ব্রোডিং পক্রিয়ার ধারণা ব্যাতিত জিড়ো বাচ্চা ক্রয় থেকে বিরত থাকুন।
২. অর্ডার করার পূর্বে বাচ্চার স্টক জেনে নিতে হবে।
৩. পেয়মেন্ট করার পূর্বে ও পরে কথা বলে নিশ্চিৎ হতে হবে।
৪. বাচ্চা গ্রহন করার পর সাথে সাথে কথা বলে নিশ্চিৎ করুন।
৫. বাচ্চা গ্রহন করার পর ক্যারেট/বান্ডিল খোলার সময় ভিডিও ধারুন করুন।

সর্বোচ্চ ২৪-৪৮ ঘন্টা পর কোন অভিযোগ গ্রহন যোগ্য নয়। উপরিউক্ত বিষয়সূমহ পড়ে তবেই বাচ্চা ক্রয় করুন।
আপনাদের সহযোগীতা আমাদের একান্ত কাম্য।