Bengali nationalist
আমি রাজাদিত্য সরকার বাংলাপক্ষের একজন সদস্য ও সহযোদ্ধা , আমাদের সংগঠন 'বাংলা পক্ষ' ভারতে বাঙালির জাতীয় সংগঠন । বর্তমানে ভারতে বাঙালির অবস্থা খুবই শোচনীয় ও সংকটের মুখে , সব জাতির সংগঠন ও সমাজ আছে কিন্তু বাঙালির নেই , বাঙালিকে বাঁচতে হলে নিজের সংগঠন তৈরি করতে হবে সমাজ তৈরি করতে হবে, বাংলাপক্ষে যুক্ত হতে হবে পাড়ায় পাড়ায় বাংলা পক্ষ সংগঠন তৈরি করে সংগঠিত হতে হবে । বাংলার পুঁজি বাঁজার চাকরি সবার আগে বাঙালির বাঙালির তা নিজের করে নিতে হবে । দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে নিজের জাতির জন্য সকল বাঙালিদের ঐক্যবদ্ধ হতে হবে, একটা বাঙালির বিপদে হাজারটা বাঙালি যেন থাকে সেই দিন আনতে চলেছে বাংলা পক্ষ ।
বাংলা ও বাঙালি জাতির স্বার্থে আমার/আমাদের এই #চ্যানেলটি #প্লিজ #সাবস্ক্রাইব করুন ।
জয় বাংলা
জয় ঐক্যবদ্ধ বাঙালি জাতি
জয় বাংলা পক্ষ