উম্মাহর প্রয়োজন

স্বাগতম, আমার এই বাংলা চ্যানেলে। আপনার উপর শান্তি বর্ষিত হউক। এখানে, আপনি সহজ বাংলা ভাষায় শিখতে পারবেন, আরবি ও উর্দূ ভাষা। আমাদের নিজ মাতৃভাষা বাংলা, তাই এই ভাষা ভাল ভাবে আয়ত্ত করা জরুরী। ইসলামকে বাংলা ভাষায় উপস্থাপন করতেই বাংলা ভাষায় পান্ডিত্য অর্জন করা প্রয়োজন। এর পরই আসে আরবি ভাষা, যা শিক্ষা করতে হবে সর্বোচ্চ পর্যায়ে। মুসলিম হিসেবে পবিত্র আল কুরআন ও হাদিসের ভাষা অর্থাৎ আরবি ভাষা শিক্ষা করা ঈমানী দায়িত্ব। এখানের, আরবি লেকচার গুলো প্রবাসি ভাইদের জন্য নয়। কিতাবি শুদ্ধ ভাষা এখানে শিখানোর চেষ্টা করা হয়। এবং আমাদের একটা সম্পর্ক রয়েছে পাকিস্থান ও ইন্ডিয়ার আলেমগণের সাথে আর উনাদের অসংখ্য কিতাব রচিত হয়েছে উর্দূ ভাষায়। আরও একটা কথা আমরা হিন্দুস্তানিও বটে। আমার চ্যানেলটি ভিজিট করার জন্য ধন্যবাদ। এবং আপনাকে উত্তম প্রতিদান দেওয়া হউক।