DAWATULHAQ MULTIMEDIA (দাওয়াতুলহক মাল্টিমিডিয়া)

আসসালামু আলাইকুম,
আপনারা অবগত আছেন যে,সোস্যাল মিডিয়াগুলোতে বর্তমানে হক্বের লেবাস নিয়ে অনেকগুলো আইডি, পেইজ, গ্রুপ, ওয়েবসাইট, ব্লগ তৈরী করা হয়েছে,যার বেশিরভাগই বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই আমরা কুরআন ও সহিহ হাদিস এর আলোকে দাওয়াতুল হক মাল্টিমিডিয়াতে আপনাদেরকে সহযোগীতা করার জন্য এগিয়ে আসছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, নাযাতের পথে, সত্য প্রচারে।
আর আমাদের এখানে থাকবে দেশের ইসলামিক স্কলারদের গুরুত্বপূর্ণ লেকচার এবং জীবন ঘনিষ্ঠ নানা বিষয়ে শিক্ষামূলক ডকুমেন্টারী প্রচার করা হবে। ইনশাআল্লাহ।
তাই আপনাদের সাবস্ক্রাইব দরকার এই চ্যানেলের জন্য