দেশে উন্নত জাতের মুরগি🐓🐔 পালনে জনগণের উত্সাহ দিন দিন বেড়ে চলেছে। আর মুরগি পালনের জন্য আমাদের দেশের আবহাওয়াও বেশ উপযোগী। কেননা, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে আমিষ জাতীয় খাদ্যের ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। ফলে পুষ্টির অভাবে মানসিক বিকাশ বিঘ্নিত হচ্ছে দেশের অগণিত শিশুর। উন্নত জাতের একটি মুরগি ৫ মাস বয়সে ডিমপাড়া শুরু করে এবং বছরে ৩০০ থেকে ৩২০ ডিপ্রোটিন জাতীয় খাদ্যের ঘাটতি সহজেই মেটানো যায়। অন্যদিকে টাইগার মুরগি মাএ দুই মাসেই বাজারজাত করা যায় । বসতবাড়িতে অল্প শ্রম ও কম খরচে মুরগি পালন করে পরিবারের প্রোটিন জাতীয় খাদ্যের ঘাটতি সহজেই মেটানো যায়। পারিবারিকভাবে মুরগি পালনের ফলে পরিবারের অল্প বয়স্ক ছেলে-মেয়ে, যুবক-যুবতী এমনকি বুড়ো-বুড়িরাও তাদের অবসর সময়ে কিছু না কিছু কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারেন। আর এ লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি l এতে যেমন আপনি লাভবান হবেন। মাংস ও ডিমের চাহিদা পূরণ হবে। আমিষ জাতীয় খাদ্যের ঘাটতি পুরণ হবে l
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
টাইগার মুরগীর বাচ্চার জন্য যোগাযোগ
মোবাইল -০১৭৫৩৯৩৭৪২৬
ঠিকানা -কামরাঙ্গীরচর ঢাকা 🐓🐓🐓🐓🐓