Roksana's Diary

একজন মেয়ের বিয়ের পর সবচেয়ে বেশি যা দরকার হয় বা মন থেকে চায় তাহলো নিজের সংসার। যা মন চায় তাই দিয়ে ঘর সাজাবে, কোথায় কি রাখবে, যখন মন চায় ঘুম থেকে জাগবে, যখন মন চায় বাইরে ঘুরতে যাবে। কিন্তু এসব অনেকে মেয়ের জীবনে আসে না। নিজের সংসার পেতে পেতে বহু পথ পাড়ি দিতে হয়।

যারা পায় তারা ভাগ্যবতী। নিজের সংসার,কর্মজীবন, সন্তান আর পরিবার এই নিয়ে আমার Roksana's Dairy। কখনো হাসি কখন কান্না কখনোবা মৃদু ছন্দে চলে এই সংসার জীবন। পছন্দ করি প্রকৃতি আর সংসার সাজাতে।

টোনাটুনির সংসারে ছানা একজন, দু'জনার পছন্দের অমিল আর মিলের ভিড়ে গাছগাছালির প্রতি টান দু'জনারই ভীষণ। সেই সুবাদে ছাদ বাগান পরম সঙ্গী।
সকালে এক কাপ চা হাতে বারান্দায় নিমগ্ন মন আর বিকেলে ছাদ বাগান মনে প্রশান্তি এনে দেয় এই নগর জীবনে।

Roksana's Diary সেই ভালোলাগা, ভালোবাসারই আরেক নাম। আমার সংসার কিভাবে সাজিয়ে রাখি, বাগানের কীভাবে যত্নআত্তি করি,সেই ভালোলাগার মুহূর্তটুকু ভাগাভাগি করার জন্যই আমার এই ইউটিউব চ্যানেল।
#home #myhome #rooftopgarden #garden #familylife #decoretion #lovetogardening #nature #homesweethome