বার বার চেষ্টা ব্যর্থতার উপরে।যদি একি কাজ বার বার করার পরও সফলতা না আসে তবে কাজ ছেড়ে দিবেন না।বরং কাজের ধরণ পরিবর্তন করুন এবং পুনরায় আবার চেষ্টা করুন।ভূল গুলো খুঁজে বের করার চেষ্টা করুন।দেখবেন এক সময় সফল হবেন।
মনে রাখবেন, সফল ব্যক্তিরা ভিন্ন ধরনের কাজ করেন না,তারা একই কাজ ভিন্নভাবে করেন।