Daily Swadhin Shomoy

Daily Swadhin Shomoy দৈনিক স্বাধীন সময় বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা গুলোর অন্যতম দৈনিক স্বাধীন সময়। দৈনিক স্বাধীন সময়ের সম্পাদক ও প্রকাশক হলেন মোঃ এনামুল হক Md Anamul Haque যিনি ছাত্রজীবন থেকে বিভিন্নভাবে সাংবাদিকতার সাথে জড়িত

Daily Swadhin Shomoy দৈনিক স্বাধীন সময় পত্রিকায় অর্থনৈতিক খবর ব্যবসা বাণিজ্যের খবর জাতীয় খবর আন্তর্জাতিক খবর আন্তর্জাতিক বিচার দেশ বাংলার খবর সম্পাদকীয় সম্পাদকীয় উপসম্পাদকীয় শিক্ষা বার্তা প্রবাস বাতা মহিলাঙ্গন সাহিত্যাঙ্গন খেলাধুলা প্রায় সব ধরনের বিভাগ রয়েছে। দৈনিক স্বাধীন সময় পত্রিকার স্লোগান হচ্ছে "খোলা-কলম আমরা নির্ভীক"

"খোলা-কলম আমরা নির্ভীক"এই স্লোগানকে ধারণ করে সমাজে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার পেছনের সত্যকে সম্পূর্ণভাবে সামনে তুলে ধরাই দৈনিক স্বাধীন সময় পত্রিকার সম্পাদকীয় নীতি। দৈনিক স্বাধীন সময় Daily Swadhin Shomoy এই দৈনিক পত্রিকাটি বাংলাদেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক।

#দৈনিক_স্বাধীন_সময় #daily_swadhin_shomoy #SwadhinShomoy #swadhinshomoy.com #স্বাধীন_সময় অনলাইন পোর্টাল swadhinshomoy.com