চিড়িয়াখানা

মানুষ বেশ কৌতূহলী প্রাণী এবং আমাদের এই কৌতূহল ব্যাপারটা আমাদেরকে সবার মধ্যে আলাদা করে তুলেছে। মানব সভ্যতার যে বিবর্তন তার পুরোটার পেছনে আছে আমাদের এই অনুসন্ধিৎসু মনোভাব। অন্যান্য সব কিছুর মত প্রকৃতিতে থাকা সব পশুপাখীর প্রতি আমাদের জানার আগ্রহ প্রচণ্ড। বিমানের আবিষ্কার কিংবা পানির নিচে সাঁতার কাঁটার উপায়ের মত নানা ব্যাপারে আমরা যে অগ্রগতি লাভ করেছি তার পুরোটাই কিন্তু আমাদের কৌতূহলের ফসল।
পশুপাখিদের জীবনের এইসব মজার মজার ঘটনা সব মানুষদের জন্যই আছে কিন্তু দূর্ভাগ্যজনকভাবে বাংলা ভাষাভাষীদের জন্য এইসব জিনিসের পরিমান খুবই অপ্রতুল। এই কারণে আমরা আমাদের জ্ঞানের প্রসার লাভ করাতে পারছি না। আর এই অপ্রতুলতাই আসলে আমাদেরকে অণুপ্রেরণা জুগিয়েছে “চিড়িয়াখানা” প্লাটফর্মটি নিয়ে কাজ করার জন্য। এখানে আমরা সারা দুনিয়ার সব পশুপাখীদের মজার মজার সব তথ্য নিয়ে আসছি বাংলা ভাষাভাষীদের জন্য এবং আমরা বিশ্বাস করি “ চিড়িয়াখানা “ প্লাটফর্মটি আমাদের নানা কৌতূহলের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে। আমাদের এই পথ চলায় আপনাদের সবাইকে আমন্ত্রন জানাচ্ছি, আমাদের সাথেই থাকুন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে।