jamia al hasanain An Islamic School based on Madrasa Curriculum with Olevels-Alevels under the guidance of Scholars of Deoband.
জামিয়া আল হাসানাইনের চিন্তা ধারা ও উদ্দেশ্য এবং ভর্তি সংক্রান্ত জরুরি জ্ঞাতব্য।
যোগাযোগ: +8801681817777
youtube channel link: https://bit.ly/2Ep5YFV
জামিয়া আল হাসানাইন গতানুগতিক কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম নয়।
মুফতি উসামা দামাত বারাকাতুহুম সুদূর প্রসারী ইলমি ও দাওয়াতি পরিকল্পনা নিয়ে জামিয়া কে সাজিয়েছেন বিভিন্ন শাখা-প্রশাখায়।
শিশু শ্রেণী থেকে শুরু করে সবোর্চ্চ দাওরায়ে হাদীস, পর্যায়ক্রমে ইফতা, তাফসীর, উলূমুল হাদীস, ইসলামের ইতিহাস, আরবী ইংরেজি ও বাংলা সাহিত্য সহ একজন ছাত্র যাতে করে সমগ্র পৃথিবীতে ইলম ও আমলের মারকাজ ওদাওয়াতি কার্যক্রম পরিচালিত করতে পারে,সেই উদ্দেশ্যে ইংরেজি কারিকুলামের এ লেভেল পর্যন্ত শিক্ষাদানের পরিকল্পনা নিয়ে যথাযথ বাস্তবায়ন করে চতুর্মূখী যোগ্যতাসম্পন্ন বিচক্ষণ আলেমে দ্বীন জতিকে উপহার দেওয়ার চেষ্টায় কাজ করে যাচ্ছে জামিয়া আল হাসানাইনের পরিচালক ও প্রিন্সিপাল মাওলানা মুফতি উসামা দামাত বারাকাতুহুম।