মাছ খেতে ভালো লাগে, এটা ভালো প্রোটিনের উৎস। কিন্তু শহুরে জীবনে ফরমালিন ও ক্যামিকেলমুক্ত টাটকা মাছ পাওয়া খুবই কঠিন। এরপর, মাছ বাজারের অস্বাস্থ্যকর পরিবেশ, কোনটা চাষের কোনটা নদী-হাওরের প্রাকৃতিক মাছ তা বোঝা মুশকিল। আবার জীবনে সময় সবচেয়ে মূল্যবান, কিন্তু ট্রাফিক জ্যামে বহু গুরুত্বপূর্ণ সময় হারিয়ে যায় জীবন থেকে। ব্যস্ততায় ভিড় ঠেলে বাজার করার সময় বের করা আরো কঠিন।
আমরা প্রতিনিয়ত আমাদের মেধা- শ্রম বিনিয়োগ করছি যাতে গ্রাহকসেবা আরো উন্নত ও আধুনিক করা যায়। দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন আঞ্চলিক মাছ ও ঐতিহ্যবাহী খাবার গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছি সরাসরি উৎপাদকের হাত থেকে। এতে করে জেলে ও কৃষকরাও তাদের ন্যায্যমূল্য পাচ্ছেন,
গ্রাহকদের পরামর্শে মাছের সাথে যোগ হয়েছে মাংসের নানা আইটেম, শুটকি, সবজিসহ প্রতিদিনের নানারকম খাবার সামগ্রী গ্রাহক সন্তুষ্টি ও ভালোবাসা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এই চলার পথে আপনাদের পরামর্শ দেবেন।
Facebook: https://www.facebook.com/123riverfish/
Instagram: https://www.instagram.com/123riverfish/
Website: https://riverfish.com.bd/