kalyansunder

ব্রেইন টিউমারের আবহ যন্ত্রণায় রাত হয়ে যায় দিন, কখন আবার দিন হয়ে যায় রাত।
তবু ধেয়ে আসে সুপ্রভাত আর শুভরাত্রির বন্যা;
জীবন যে এক প্রবাহমান নদী, স্থিতি যেখানে মৃত্যুসম। একদিম থেমে যাওয়া।
যতবার সুস্থ বলে এগিয়ে যাই, মাথার অব্যক্ত যন্ত্রণা প্রমাণ দিয়ে যেন বলে ওঠে, সময় যে আর নেই।
তবু লড়াই করছি বেঁচে থাকার, তবে যেদিন থাকা হবে না, আমার গান হয়ত থেকে যাবে।
গঠনমূলক সমালোচনায় রিদ্ধ হোক আমার রেখে যাওয়া প্রাণের প্রয়াস, এই প্রার্থনায়॥

"যদি প্রেম এনে ছিল নব যৌবন ভোর
মরনের কথা হার মানে তব পরশে।
বাংলার ভাল বাসা আজ সবুজ স্বপ্নে বিভোর,
তাই মনের মাধুরী গান বেঁধে যায় হরষে।"

বাংলা সংস্কৃতির সুবিশাল আঙিনায় রবীন্দ্রসঙ্গীত, রজনীকান্ত ও অতুলপ্রসাদ সেন এবং দ্বিজেন্দ্রলাল রায় সহ ভাবসঙ্গীতের প্রতি আমার বিনম্র শ্রদ্ধার্ঘ। এক কমপিউটার কারিগরের প্রায় পঙ্গুত্ব অবস্থায় কিছু অনভ্যস্ত প্রয়াস মাত্র ...যদি আপনাদের ভালো লাগে, তা হবে আমার শেষ পাথেয় ও অনুপ্রেরনা।