FARHAN ACADEMY

স্বাগতম! আমাদের শিক্ষামূলক ইউটিউব চ্যালেনে 'ফারহান একাডেমি`।

এই চ্যালেনে আমরা বিভিন্ন শিক্ষামূলক বিষয়ে ভিডিও তৈরি করি যেগুলো শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য এবং উপকারী হবে। বিশেষ করে আমরা বাংলাদেশের নতুন কারিকুলামের ১ম,২য়,তয়,৪র্থ এবং ৫ম শ্রেণির উপর বিভিন্ন বিষয়েও ভিডিও আপলোড করি। আমরা বিভিন্ন ধরনের শিক্ষামূলক কন্টেন্ট উপস্থাপন করবো, যেগুলো শিক্ষার্থীদের শিক্ষার অভ্যন্তরীণ দক্ষতা বৃদ্ধি করবে। আসো একসাথে শিখি, বৃদ্ধি করি, এবং একটি নতুন শিক্ষামূলক পথে অগ্রসর হই!

#education #class_5

#class_4

#bangladesh #new_curriculum