Nitai Kripa

হরে কৃষ্ণ
আমাদের এই নিতাই কৃপা চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে শাস্ত্রীয় মতামত, পারমার্থিক দৃষ্টান্তের মাধ্যমে বৈষ্ণবদের গুন গান, পরমেশ্বর ভগবান শ্রীশ্রীগৌর নিতাই ও শ্রীশ্রী রাধাকৃষ্ণ ও শ্রীশ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন এর লীলা মহিমা কীর্তন করার চেষ্টা করব ৷ তার সাথে আপনারা আমাকে পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারে কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের হরেকৃষ্ণ আন্দোলন প্রচারে সহায়তা করুন ৷
সমর্পণ- আমি এই নিতাই কৃপা চ্যানেলটি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, শ্রীল অভয়চরনারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ -এর করকমলে সমর্পণ করলাম ৷
আমার একান্ত নিবেদন এই যে যোগ্যতা বিচারে আমি কিছুই জানিনা- সাধু, গুরু ও বৈষ্ণব এর শ্রীমুখপদ্ম থেকে শ্রবণ করা শাস্ত্রীয় কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আমি আশা করছি আমার ভুল ত্রুটি ক্ষমা করে আপনারা আমার পাশে থাকবেন ৷ 🙏🏻

All Glories to Srila Prabhupada 🙏🏻
Srila Prabhupada ki jaya 🙏🏻
Jay Nitai Gaur Sundar 🙏🏻