Tania juthi vlog

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সাবাই কেমন আছেন। আশাকরি সবাই ভালোআছেন আল্লাহর রহমতে আমিও ভালোআছি।লকডাউনে বসাই বসে বসে ভালো লাগতোনা শুধু ভাবতাম কিছু একটা করি। কয়দিন ওনলাইনে বিজনেচ করলাম অনেক টাইম দিতে হয় এই জন্য বাদদিলাম। ভাবলাম অন্যকিছু করি। হটাৎ একভাবি ইউটুবের কথা বলে আমি দুইদিন চিন্তা করলাম অনেক ভিডিও দেখলাম ইউটুবে তারপর সিদ্ধান্ত নিলাম ইউটুবিং করবো।শুরুকরে দিলাম ইউটুবিং (প্রথমে রান্নার চ্যালেন খুললাম (তানিয়ার রান্নাবান্না )নামে দেখলাম ভালোই লাগে সময় কেটে যাই।তার পর দেরি না করে একটা ব্লাগ চ্যালেন খুললাম (Tania juthi vlog)আশাকরি আপনারা আমার চ্যালেনের পাশে থাকবেন।আমার জন্য দেওয়া করবেন আমি যেন ভালে ভাবে ইউটুবে কাজ করতে পারি।