Priyo Porom

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঈশ্বরেরই ব্যক্ত রূপ যিনি পরম প্রেমময় ।ঈশ্বর তাঁরই গড়া এই জগৎকে তাঁর মনের মতো করে, সর্বাঙ্গীণ রূপ দিয়েছেন; আর গড়েছেন প্রেম উজাড় করে তাঁর শ্রেষ্ঠ কীর্তি এই মানবকে, দিয়েছেন অনন্ত রূপ, যৌবন আর সম্পদ। মানুষের প্রতি তাঁর বার্তা—বেঁচে থাকো, উপভোগ কর ও অনন্ত জীবনের অধিকারী হও।
আমি ও আমার সহধর্মিণী দুইজনেই সৎসঙ্গী। একদিন সন্ধ্যা প্রর্থনা শেষে মন থেকে ইচ্ছা জাগ্রত হলো ঠাকুরের কথা সৎসঙ্গী তথা সমাজের সকল স্তরে পৌঁছে দেওয়ার ঠাকুরের অশেষ ইচ্ছাতে হয়তো আমাদের মনে জগ্রত হয়েছিল উক্ত ইচ্ছাটি। আমার সাথে সহধর্মিণীর ইচ্ছার মিলন ঘটলো কিন্তু আমরা তো আর সমাজের এমন কোন ব্যক্তি বিশেষ নই, যে সকলে আমাদের কথা শুনবে। তাই স্থির করলাম ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম হলো দ্রুততম সময়ে সকলের কাছে পৌঁছানোর একমাত্র মাধ্যম। তাছাড়া বাংলাদেশ থেকে তেমন কেউ কাজটি ইতিপূর্বে সক্রিয়ভাবে করছে মনে হয়নি। তাই ‘যুগোপুরুষোত্তমের’ নামে শুরু করলাম “পুরুষোত্তম” পেইজ ও ইউটিউব চ্যানেলের কাজ। আমাদের একটাই প্রচেষ্টা ঠাকুরের কথা পৌঁছে দেওয়া সকলের মাঝে।“জয়গুরু”
#priyoporom @priyoporom