আসসালামু আলাইকুম প্রিয় দর্শক,
হেদায়েতের পথ চ্যানেলে আপনাদের স্বাগতম
প্রিয় দ্বীনি ভাই,আশা করি আপনারা সকলে ভালো আছেন।
মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
সকল নবী ও রাসুলই দ্বীনের দাওয়াত, তাবলীগ, তালিম ও তারবিয়াতের কাজ করেছেন। যেহেতু আর কোন নবী ও রাসূল আসবে না, তাই কিয়ামত পর্যন্ত দাওয়াত, ও তার সুন্নাহর প্রচারের কাজ আখেরি নবীর উম্মত তথা উম্মতে মুহাম্মদীকেই করে যেতে হবে।
ইসলাম অর্থ শান্তি। তাই ইসলামের সকল কল্যাণের বিষয়বস্তুগুলো সাধারণ মানুষের নিকট পৌঁছানো হলো তাবলীগ। হাদীস শরীফে,নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের নিকট পৌঁছে দাও।'(জামে তিরমিজি )। নবী (সা :)বিদায় হজের ভাষণে বলেন,'তোমরা যারা এখানে উপস্থিত আছো,তারা আমার এই কথাগুলো তাদের নিকট পৌঁছে দিও।'(সিরাতে ইবনে হিশাম)।'দাওয়াতে ইসলামের প্রতিপাদ্য হলো, সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা।
হেদায়েতের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও দাওয়াতে যুক্ত হন।