Islami kingdom

প্রিয় মুসলিম ভাই ও বোন/ সম্মানিত viewers আপনাদের সবাইকে "Islamikingdom" (ইসলামি কিংডম)চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারাকবাদ জানাচ্ছি। আমরা আপনাদের খেদমাতে ইসলামের দাওয়াত প্রসারের লক্ষে নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছি। বর্তমানে সামাজিক মিডিয়াগুলোতে সুস্থ সংস্কৃতি ও দ্বীন প্রচার মুখি প্রতিষ্ঠান খুবই কম। অনেক প্রতিকুলতা পেড়িয়ে "islamikingdom" আল-কুরআনের বানী প্রচারের আঞ্জাম দিয়ে যাচ্ছে। আমরা আলকুরআনের বানী বিশ্ব বাসির কাছে পৌছে দিতে চাই। তাই আপনারা আমাদের সাথে দ্বীন প্রচারের সার্থে আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন, আমাদের পোস্টগুলো লাইক, কমেন্স এবং শেয়ার করুন। বিশ্ব বাসির কাছে পৌছে দিন দ্বীনের দাওয়াত। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের প্রচারে একত্রে কাজ করার তাওফিক দান করুন। আমিন।