ZeroQuote

আস-সালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহি ওয়া-বারাকাতু,
স্বাগতম আপনাকে আমাদের এই পথ চলায় সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং যঈফ বা জাল হাদিস থেকে নিজেকে ও অন্যকে মুক্ত করার জন্য ।

"হাদিস" বলা হয়, সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সাঃ)-এর কথা, কাজ ও কোনো কাজের প্রতি সমর্থন কিংবা মৌন সম্মতিকে।
আর "যঈফ বা জাল হাদিস" বলা হয়, যে কথাটি মানুষ তৈরি করেছে, অতঃপর তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে। যঈফ বা জাল হাদিস মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী নয়। এগুলো মানুষের বানানো কথা।

প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো হচ্ছে - * সহিহ বুখারী * সহিহ মুসলিম * সুনানে আন-নাসায়ী * সুনানে আবু দাউদ * জামে' আত-তিরমিজি * সুনানে ইবনে মাজাহ * মুয়াত্তা ইমাম মালিক * রিয়াদুস সলেহিন * মুসনাদে আহমাদ * সুনান আদ-দারিমী * সুনান দারাকুতনী * সুনানে বায়হাকি ইত্যাদি ।