আমি নাটোরের মেয়ে। আমাদের নাটোর শহরে থেকে ১০ কিঃমিঃ পূর্বে ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে অবস্থিত লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের প্রায় ১৫ টি গ্রাম নিয়ে এই ঔষধি গ্রাম। এই ঔষধি গ্রামের প্রতিষ্ঠাতা হলেন কবিরাজ তথা বৃক্ষ প্রেমিক মোঃ আফাজ উদ্দিন। বর্তমানে এখানে চাষ হয় প্রায় ১৪০ ধরনের ঔষধি গাছ।ঔষধি গাছের মধ্যে আছে অর্জুন, অপরাজিতা, আলকুচি,আমলকি,কাশাবা, ঘৃতকুমারী, এলোভেরা,তুলসি,থানকুনি, তালমাখনা,চিরতা,রাহু চান্দাল, জর্মানি লতা, আমরুল,ইত্যাদি। আমি এই গ্রাম থেকে গাছ সংগ্রহ করি।গাছের ঔষধি গুনাগুন আপনাদের কে জানাই। ঔষধি চিকিৎসার মাধ্যমে অনেক কঠিন সমস্যার সমাধান হয়।আমি নিজেও গাছ গাছরা পছন্দ করি, গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ কে ভালো বসুন সুন্দর জীবন তৈরি করুণ। আমার বাড়িতে অনেক ঔষধি গাছ আছে। আমি মনে করি আমাদের ঔষধি গাছ বিষয়ে জানা উচিৎ। ভেষজ চিকিৎসা জীবন কে সুন্দর করে। সুস্থ জীবন সবার জন্য সুন্দর আগামী নিয়ে আশে