আমার চ্যানেলে আপনাকে স্বাগতম!
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৫ বছর মেয়াদি "বিএসসি ইন ফিজিওথেরাপি (প্রফেশনাল কোর্স)" সম্পন্ন করেছি, যা আমাকে একজন রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসক (Physiotherapist) হিসেবে একাডেমিক স্বীকৃতি দিয়েছে। এই চ্যানেলের আমরা একসাথে সুস্থ থাকার উপায়গুলো জানবো এবং একই সাথে ফিজিওথেরাপি ও জনস্বাস্থ্য সম্পর্কে বিজ্ঞানভিত্তিক, সহজবোধ্য ও বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে সুস্থভাবে জীবনযাপনে ভূমিকা রাখবো।
**🩺 এই চ্যানেলে আপনি কী পাবেন?**
✅নিউরো-মাসকুলোস্কেলেটাল সমস্যার সমাধান ও টিপস
✅রোগ প্রতিরোধ ও লাইফস্টাইল মোডিফিকেশন গাইডলাইন
✅প্রাকৃতিক চিকিৎসা ও ফিজিক্যাল এক্সারসাইজ গাইডলাইন