শুরু করছি সর্বশক্তিমান মহান রব্বুল আল-আমিন আল্লাহ্র নামে যিনি পরম দয়ালু ও বেশক রহম করনে ওয়লা এবং জানাই লাখ-কোটি দরুদ ও সালাম তাঁর প্রিয় হাবিব বিশ্ব গুরু , বিশ্ব নেতা, দো-জাহানের বাদশা আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ (ﷺ) -এনার উপর |
আস্-সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বরকাতুহু , দর্শকমন্ডলি সকলের ওপর মহান আল্লাহ তা'লার অসীম রহমত বর্শিত হউক |
" IQRAA - বাংলা " তে স্বাগতম |
আপনাদের জন্য ইসলাম ও সমাজ সম্পর্কিত বিবিধ প্রকারের Episode এর মাধ্যমে দর্শকমন্ডলিদের কিছু শেখার ও জানার মাধ্যমে ইসলামকে আরও সহজ ও সরলভাবে জানার সুযোগ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য |
হযরত রসুল এ আকরাম (ﷺ) বলেছেন , শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড , যে জাতির শিক্ষা নেই সে মেরুদন্ড হীন | যেমন কোনো মেরুদন্ড হীন প্রানী সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে না , ঠিক তেমনই মেরুদন্ড হীন জাতি বা ব্যক্তি ও সবলভাবে উঠে দাঁড়াতে পারে না |
জন্ম হতে মৃত্যু শয্যা পর্যন্ত ' ইলম ' অর্থাৎ শিক্ষা গ্রহণ করা ফরজ | সেজন্য আপনাদের সকলকে শিক্ষার দাওয়াত জানালাম |
চ্যানেলটি অবশ্যই SUBSCRIBE করবেন |