#priyo জানো প্রিয় আমি তোমাকে হারাতে চাইনি কেনো দুরে চলে গেলে বলো। সত্যি জানো প্রিয় আমি তোমার জন্য এখন পাগলের মতো হয়ে আছি।ইচ্ছে করে খেতে কিন্তু পারি না প্রিয়। তুমি যাবে কিন্তু একটা বার তোমার কন্ঠ শোনালে না প্রিয়। হ্যাঁ ফিরে আসতে বলবো না প্রিয়। জান তোমার নেওয়া শার্ট আছে আমার কাছে। যেটা তোমার পছন্দের নেওয়া সাদা কালারে। প্রিয় তোমার না জন্ম দিন ১৮ নভেম্বর। তুমি কি যানো প্রিয় তোমাকে গিফট দেবার ইচ্ছে ছিল একটা গোলাপি রঙের শাড়ি আর চুরি।আর আমি তোমার পছন্দের নেওয়া সাদা শার্ট আর তোমার পছন্দ করা একটা ঘড়ি নেওয়ার ইচ্ছে ছিল। প্রিয় তুমি না আমাকে বলেছি বাচলে বাচবো একসাথে। বাদ দাও এগুলো শুধু জানতে ইচ্ছে করে তুমি কি সুখেই আছো।আর তুমি বলেছি তোমার জন্য দোয়া করতে কখনো ছেড়ে গেলে অভিশাপ না দিতে
ইতি
তোমার
অপ্রিয় Sf