Sree Cool

পৃথিবীতে বিভিন্ন মানুষ আছে যারা বিভিন্ন কাজে দক্ষ, যেমন- কেউ কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে পারে, কেউ বা গাছের পাতা দিয়ে , কেউবা মাটি ,কাঠ দিয়ে , আটা দিয়ে বিভিন্ন জিনিস নিপুণ ভাবে তৈরি করতে দক্ষ। এমন কিছু মানুষ আছে যারা এমন কিছু জিনিস দিয়ে এমন কিছু তৈরি করে দেয় যা আমরা কল্পনাই করতে পারিনা,,সমাজে আমাদের কাছে যেগুলি হায়ত বর্জ্য পদার্থ সেগুলিকে দিয়েও চোখ টাটানো জিনিস তৈরি করে আমাদেরকে হয়রান করে দেয় । সেই সব মানুষদের গুণ গুলি কোনো কারণ বশত সমাজে তেমন ভাবে প্রকাশ করতে পারে না ,,এমন কর্ম দক্ষে নিপুণ মানুষ দের প্রতিভা সমাজের সকল ব্যাক্তিদের কাছে তুলে ধরাই এই চ্যানেল এর একমাত্র, প্রধান লক্ষ্য |

#sreecool