Life is the race ,Islam is the best . Subscribe করে ইসলামের সেবাই থাকুন ।
মানুষ মাত্রই পাপী । আমরা পাপ করতেই থাকি ।
তবু শত পাপের মাঝেও আমরা জানি মহান আল্লাহ ক্ষমাশীল অতি দয়ালু ।
তাই আমরা সবাই ক্ষমা পাবার আশাবাদী ।
হ্যা তাই আমরা যারা ক্ষমা পেতে চাই , নিজেদের জীবনকে একটু একটু করে পাপমুক্ত রাখতে চাই তাদের জন্যই আমার এই চ্যানেল।
খাদ্য, বস্ত্র , বাসস্থান , চিকিৎসা , শিক্ষা, আমাদের মৌলিক চাহিদা ।
কিন্তু তরপরও আমাদের আরো একটি চাহিদা থেকে যায়
আর তা হলো বিনোদন ।
আর বিনোদন খুঁজতে আমরা পাপে ডুবে যায় ।
তাই আমার ক্ষুদ্র প্রয়াস ইসলামিক বিভিন্ন কন্টেন্ট দিয়ে বিনোদন প্রদান ।
যেনো আমরা বিনোদনও পাই আবার সর্বদা আল্লাহর নেয়ামত সমূহ দেখে আল্লাহর বড়ত্ব প্রকাশ করি । ইসলাম এর সংস্পর্শে থাকতে পাই ।
তাই Islami tune এসো আলোর পথে আপনাকে সাগতম ।
আমাদের সাথে থাকুন , ইসলামের সংস্পর্শে , ইসলামী জীবন গড়ুন