Imam Bukhari Trust

ইমাম বুখারী ট্রাস্ট ২০১৭ সালের পহেলা অক্টোবর ধলেশ্বরী নদীর তীরবতী পলাশপুরে, আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। মূলতঃ এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বনামধন্য উলামায়ে কেরাম ও বিশিষ্ট শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান- যা শিক্ষা, ইসলামী দাওয়াহ ও সামাজ উন্নয়নমূলক নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলছে।


এই ট্রাস্ট, ইমাম বুখারী জামে মাসজিদ কমপ্লেক্স ও একাডেমিক প্রতিষ্ঠানসমূহের কাস্টডিয়ান হিসাবে কাজ করছে। দেশের সামগ্রিক শিক্ষা, সুস্থধারার সংস্কৃতি ও নৈতিকতার বিকাশে নানা কার্যক্রম পরিচালনা, তারুণ্য নির্ভর একটি স্মার্ট ও যোগ্য সমাজ গঠন, নানাবিধ সামাজিক কার্যক্রম এবং জান্নাতমুখী সমাজ বিনির্মাণে ইমাম বুখারী ট্রাস্ট বদ্ধপরিকর।


আমাদের সাথে যোগাযোগ করার জন্যঃ
ফোন: 01852-808554
ওয়েবসাইট: https://imambukharimasjid.org/