আসসালামু আলাইকুম।
আমার চ্যানেল এ সবাইকে জানাচ্ছি স্বাগতম।
আমি আরিয়ানের আম্মু। অবশ্যই কিন্তু আমার একটি সুন্দর নামও আছে তবে আমি আমার নামে পরিচিত না হয়ে একজন মা হিসেবে নিজের পরিচয়কে তুলে ধরতে চেয়েছি। কারন একটা মেয়ে যখন মা হয় তখন কিন্তু সে সবকিছুতেই বাধা প্রাপ্ত হয়, যে একটা মেয়ে মা হয়ে গেলে তার বাচ্চার জন্য কোন কিছুতেই আগাতে পারে না। তো আমি চেয়েছি এই চিন্তা ধারা থেকে নিজেও বের হয়ে আসতে আর আমাকে দেখে যেন অন্যরাও অনুপ্রাণিত হয়। মা হওয়া অনেক সম্মানের ব্যাপার আর সন্তান পাওয়াটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। তো মা হয়ে যাওয়াটা সাফল্যের পথে বাধা না মনে করে এই পরিচয়টাকে সাথে নিয়েই আমি সম্মান অর্জন করতে চাই। তাই আমার চ্যানেলের নামকরণ আমার ছেলেকে সাথে নিয়েই করা। আমার এই চ্যানেলে আমি আমার নিত্যদিনের ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করে থাকি। স্বামী সন্তান এদেরকে সাথে নিয়েই যেহেতু আমাদের মেয়েদের জীবন কাটে তো এদেরকে সাথে নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আর আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আর কোন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ।