👉🏻 বিশাল এই পৃথিবীতে আমি এক নগণ্য। মন চায় পৃথিবীর সকল কোণে ঘুরে বেড়াতে, জানি হয়তো এটা সম্ভব হবে না। ইতিহাস আমাকে ভীষণ ভাবায়, মন চায় ছুটে যেতে প্রাচীন জগতে। গ্রামের মেঠো পথ, খাল বিল, পাহাড় জঙ্গল, জীবনযাপন আমার পছন্দের কেন্দ্রবিন্দু তাইতো যখনই সুযোগ পাই বের হয়ে পড়ি এই সকলের অনুসন্ধানে। আর তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। আপনাদের ভালোবাসা ❤ ও অনুপ্রেরণায় যেতে চাই অনেক দূর, বাকিটা উপরওয়ালার ইচ্ছা আশা করি সবাই পাশে থাকবেন আমার সাথেও ঘুরে দেখবেন এই প্রকৃতিকে।
👉🏻 am insignificant in this vast world, I want to travel to all corners of the world but maybe it won't be possible. History makes me think a lot, I want to rush to the ancient world. The village's of narrow paths, canals, mountains, forests, and lifestyle are the focal points of my choice, So whenever I get a chance I go out to explore all of them and I try to present them to you.
I want to go far with your love and inspiration. The rest is up to the Lord.
👉🏻Any inquiries:
[email protected]
Thanks for your time.