সত্যের সন্ধান
মোহতারম জনাব মোঃ নুরুল বাসার (রাহঃ)
বাংলাদেশের একজন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও আল্লাহর প্রিয় বান্দা ছিলেন।
তার ওয়ালেদ হযরত হাকীম আব্দুল হাকিম (রাহঃ) এর নিকট থেকে রুহানিয়াতের তালীম গ্রহণ করে তিনি অসংখ্য মানুষকে আধ্যাত্মিক শিক্ষা, তালিম ও তলকীনের মাধ্যমে গড়ে তুলেছেন।
জীবনের শেষ সময়ে তিনি তার দায়িত্বভার অর্পণ করেন বিশেষভাবে খিলাফত প্রদানের মাধ্যমে। লিখিতভাবে আব্দুল্লাহ মুর্শিদ-কে সর্বপ্রকার দায়দায়িত্বসহ স্থলাভিষিক্ত করেন।
ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আত্মার সংশোধন তথা ইছলাহে বাতেন—শরীয়তের পরিভাষায় যাকে তাযকিয়া বলা হয়।
পবিত্র কোরআনে হযরত নবী করীম ﷺ-এর প্রতি অর্পিত দায়িত্বসমূহের মধ্যে তাযকিয়া বিশেষভাবে উল্লেখিত হয়েছে।
প্রিয় নবীজি ﷺ তাঁর উম্মতকে তাযকিয়ার পথে পরিচালিত করেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানবগোষ্ঠীতে রূপান্তরিত করেছিলেন। সাহাবায়ে কেরাম তাঁর পবিত্র সান্নিধ্যে থেকে অন্তরের কলুষতা থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক পরিশুদ্ধি অর্জন করতেন। হাদীস শরীফে এ ধরনের বহু উদাহরণ পাওয়া যায়।