Sharaj & Rhrishav

দৈনন্দিন সঠিক রিয়াজ, মুখ খুলে সঠিকভাবে উচ্চারণ করা, তাল লয়ে বিশেষ দক্ষতা অর্জন, নিখুঁতভাবে সুর লাগানোর নানা কৌশল, সঠিকভাবে থ্রোয়িং করতে পারা। সব মিলিয়ে আসবে মনভুলানো গায়কী।

উপরের সব বিষয়াদি যার ঠিকঠাক থাকবে আমি মনে করি সে পরিপূর্ণ কন্ঠ শিল্পী।

এ রকম শিল্পী তৈরি হতে যা লাগবেঃ
আল্লাহ প্রদত্ত সুরেলা কন্ঠ, সঙ্গীতে প্রগাঢ় ভালোবাসা, দৈনন্দিন ঘন্টার পর ঘন্টা রিয়াজের জন্য অফুন্ত সময়, অবশ্যই এক বা একাধিক দক্ষ গুরুর সান্নিধ্য। সর্বোপরি সৃষ্টিকর্তার ইচ্ছা ও ভাগ্যে থাকতে হবে।

বিশ্বের সকল সঙ্গীত প্রেমি ও শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা দিলাম।
সকলের মঙ্গল হোক।

নিবেদনে------
মোল্লা মাসুদ রহমান
সঙ্গীত শিক্ষক
সুর রঙ সঙ্গীত একাডেমি।
ই-১৭, ব্যাংক কলোনি, সাভার, ঢাকা।
মোবাইলঃ ০১৭৮৯-৩৮৩৮১৯, ০১৭৮৯-৩৮৩৮২০