হ্যালো বন্ধুগণ ❤️
আমি একজন সমাজসেবী,
আমি কলকাতা ,সোনারপুরে থাকি ,আমি অসহায় দুস্থ মানুষের পাশে সর্বদাই
আছি এবং থাকবো।
সারা পশ্চিমবঙ্গ জুড়ে,কাজ করে থাকি। যেমন অর্থের অভাবে যে সকল ছাত্র-ছাত্রী পড়াশোনা করতে পারছেন না
তাদের জন্য
"এক টাকার পাঠশালা" চালু করা হয়েছে।
বীরভূম, সুন্দরবন কলকাতা বিভিন্ন জায়গায় আমার পাঠশালা আছে ।
2/সুন্দরবন ব্যাঘ্র বিধবা ভাতা প্রতিমাসে ।
সুন্দরবন মানুষের জন্য
3/
আমার নিজের চোখের সামনে অনেক মানুষকে বিনা চিকিৎসায় এ পৃথিবী থেকে চলে যেতে দেখেছি ।
তাই বিভিন্ন এলাকায় দার্জিলিং, শিলিগুড়ি, উড়িষ্যা বিহার, ঝাড়খন্ড চালু করা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ওষুধ প্রদান।
এছাড়া বস্ত্র বিতরণ, ভবঘুরোদের প্রতিনিয়ত খাবার বিতরণ, প্রভৃতি
"প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর" এই নীতি মেনে চলছি ,আমি যতদিন বেঁচে থাকবো অসহায় মানুষের মাঝে।