মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব , আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কেবল তার ইবাদত করার জন্য কারণ সবাই কে সেই আল্লাহর দিকেই ফিরতে হবে আমরা দুনিয়ার মহে সেই আল্লাহকেই ভুলে যাই ভুলে যাই আমাদের গন্তব্য , দুনিয়া তো শুধু মাত্র খেল তামাশা ছাড়া কিছুই না (আল কুরআন) অন্যদিকে আল্লাহ বলছেন ভুলে যাওয়া মানুষের স্বভাব কিন্তু উত্তম ভুল কারি সেই যে আল্লাহর দিকে ফিরে আসে । তাই আমদের উদ্দেশ্য কেবল মাত্র আপনাকে সের রবের কথা স্মরণ করিয়ে দেয়া যেনো আমরা সকলেই সঠিক পথের দিশা পাই সকলেই জান্নাতি হতে পারি । সকলের কাছে দোয়া চাই আর সকলের ভালোবাসা যেনো আপনিও আমাদের সাথে শামিল হতে পারেন কারণ রাসুল বলেন, بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً( আমার পক্ষ হতে (মানুষের কাছে) একটি বাক্য হলেও পৌঁছিয়ে দাও।)